১। একটি আদর্শ ট্রান্সফারমারের গৌণ ও মুখ্য কুন্ডলীর পাক সংখ্যার অনুপাত 6:1 । যদি মুখ্য কুন্ডলীতে প্রতি সেকেন্ডে ব্যয়িত শক্তি 6 J হয় তবে গৌণ কুন্ডলীতে বৈদ্যুতিক ক্ষমতা কত?
(ক) 6 J
(খ) 36 Js-1
(গ) 6 W
(ঘ) 36 W
২। নিচের কোন ভৌত প্রক্রিয়া শব্দ তরঙ্গ দ্বারা প্রদর্শিত হয় না?
(ক) প্রতিসরণ
(খ) ব্যতিচার
(গ) সমবর্তন
(ঘ) অপবর্তন
৪। একটি তেজক্রিয় পদার্থের অর্ধায়ু 1600 বছর ৷ কত সময় পরে তেজক্রিয় পদার্থের 15/16 অংশ ক্ষয়প্রাপ্ত হবে?
(ক) 1500 years
(খ) 4800 years
(গ) 6400 years
(ঘ) 9600 years
৫। Higgs প্রক্রিয়া এক ধরনের–
(ক) ভর তৈরির প্রক্রিয়া
(খ) শক্তি তৈরির প্রক্রিয়া
(গ) ইলেকট্রন তৈরির প্রক্রিয়া
(ঘ) বল তৈরির প্রক্রিয়া
৬। পৃথিবীপৃষ্ঠে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য g। কাল্পনিক একটি গ্রহের ঘনত্ব যদি পৃথিবীর ঘনত্বের সমান হয় এবং ব্যাসার্ধ যদি দ্বিগুণ হয় তবে এই গ্রহের পৃষ্ঠে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য কত?
(ক) g
(খ) 2g
(গ) 4g
(ঘ) 8g
৭। একটি বৈদ্যুতিক ইস্ত্রিতে 220v এবং 1200 w লেখা আছে। যদি প্রতি ইউনিট বিদ্যুৎ শক্তির মূল্য 1.00 টাকা হয়, তাহলে ইস্ত্রিটি 2 ঘণ্টা চালালে কত খরচ পড়বে?
(ক) ৩ টাকা
(খ) ২.৬টাকা
(গ) ২.৩ টাকা
(ঘ) ২.৪ টাকা
৮। নিচের লেখচিত্রে 50s সময়কালে একটি গাড়ির বেগের পরিবর্তন দেখানো হয়েছে। এই সময়কালে গাড়িটি কত দুরত্ব অতিক্রম করেছে?
(ক) 500 m
(খ) 400 m
(গ) 350m
(ঘ) 300 m
৯। 0℃ তাপমাত্রার 2.1 kg বরফ 40℃ তাপমাত্রার 5.9kg পানির সাথে মিশ্রিত করা হলো। মিশ্রণের তাপমাত্রা কত হবে? পানির আপেক্ষিক তাপ 4.2×103 JKg-1K-1, বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ = 3.36x105kg-1
(ক) 7.5℃
(খ) 9.5℃
(গ) 10.5℃
(ঘ) 8.5℃
১১। সরল ছন্দিত গতিতে চলমান একটি বস্তুর মোট শক্তি E. কম্পাংক অপরিবর্তিত রেখে বিস্তার দ্বিগুণ করলে সরল ছন্দিত গতিতে চলমান বস্তুটির মোট শক্তি কত হবে?
(ক) E
(খ) 2E
(গ) E
(ঘ) 4E
১২। হাইড্রোজেন পরমাণুর শক্তি স্তরের প্রকাশ E=13.6/n2eV (n=1,2-), ভূমি অবস্থা থেকে পরবর্তী উচ্চতর শক্তিস্তরে যেতে একটি হাইড্রোজেন পরমাণু কী পরিমাণ শক্তি শোষণ করে?
(ক) 3.4 eV
(খ) 4.5 eV
(গ) 10.2.e
(ঘ) 13.6 eV
১৩। একটি কণার ভরবেগ P, কণাটির গতিশক্তি দ্বিগুণ করা হলে এর নতুন ভরবেগ কত হবে?
(ক) √2P
(খ) 2P
(গ) 4P
(ঘ) P
১৪। 100 W ক্ষমতা সম্পন্ন একটি হিটারে 2kg ভরের একটি কপারের খন্ডকে 40 s যাবৎ তাপ দেয়া হলে খন্ডটির তাপমাত্রা কত বৃদ্ধি হবে? কপারের আপেক্ষিক তাপ 400 J/(kg K).
(ক) 5 K
(খ) 10K
(গ) 20K
(ঘ) 20K
১৫। 300Hz কম্পাঙ্কের এবং বিপরীত দিকে অগ্রগামী দুটি অভিন্ন তরঙ্গের উপরিপাতনের ফলে একটি স্থির তরঙ্গের সৃষ্টি হয়েছে। স্থির তরঙ্গের পর পর দুটি নিম্পন্দ বিন্দুর দূরত্ব 1.51. অগ্রগামী তরঙ্গ দুটির বেগ কত?
(ক) 100 m/s
(খ) 200 m/s
(গ) 450 m/s
(ঘ) 900 m/s
১৭। একটি ধারকের দুই পাতের মধ্যে বিভব পার্থক্য V এবং ধারকের সঞ্চিত শক্তি X. ধারকের বিভব পার্থক্য বৃদ্ধি করে 3V করা হলে সঞ্চিত শক্তি বৃদ্ধি পেয়ে কত হবে?
(ক) 3X
(খ) 6X
(গ) 9X
(ঘ) 27X
১৮। একটি 238/92 U নিউক্লিয়াস দুই ধাপে ক্ষয় হয়ে 234/91 Pa নিউক্লিয়াস সৃষ্টি করে। এই দুই ধাপে কী কী ধরণের রশ্মি নির্গত হয়?
(ক) α and β–
(খ) ϒ and α
(গ) β– and β
(ঘ) β– and ϒ
১৯। একটি কমন এমিটার ট্রানজিস্টারে β = 100 এবং IB=50μA হলে α কত?
(ক) 1.01
(খ) 0.99
(গ) 1.00
(ঘ) 1.10
২০। একটি গাড় সোজা উত্তরদিকে 90 m পথ 15s সময়ে অতিক্রম করে। পরবর্তীতে গাড়িটি দ্রত ঘুরে দক্ষিণ দিকে 40m, 5s সময়ে অতিক্রম করে। এই 20s সময়কালে গাড়িটির গড় বেগের মান কত?
(ক) 2.5 m/s
(খ) 5.0 m/s
(গ) 6.5 m/s
(ঘ) 70m/s
২১। একটি তারের উপর টান F হলে দৈর্ঘ্যবৃদ্ধি হয় x. তারটি যদি হুকের সূত্র মেনে চলে এবং তারের উপাদানের ইয়ং গুণাংক Y হয় তবে তারে সঞ্চিত বিভব শক্তি কত?
(ক) 1/2 Yx
(খ) Yx
(গ) 1/2Fx
(ঘ) Fx
২২। তোমার একটি 15Ω রোধ প্রয়োজন কিন্তু তোমার কাছে কয়েকটা 10 Ω রোধ আছে। কীভাবে তুমি 10 Ω রোধটি তৈরি করবে?
(ক) তিনটি সমান্তরার সংযোগে
(খ) তিনটি শ্রেণীবদ্ধ সংযোগে
(গ) দুটি শ্রেণীবদ্ধ সংযোগে
(ঘ) দুটি সমান্তরাল সংযোগে ও একটি শ্রেণীবদ্ধ সংযোগে
২৩। বলবিদ্যার বিভিন্ন মৌলিক ভৌত রাশিসমূহ হল ।
(ক) ভর, বল এবং সময়
(খ) ভর, দৈর্ঘ্য এবং সময়
(গ) বল, শক্তি এবং সময়
(ঘ) বল, ভর এবং সময়
২৪। একই দৈর্ঘ্য এবং একই পদার্থ দিয়ে তৈরি দুটি তার p এবং Q কে একটি ব্যাটারির সাথে সমান্তরালে সংযুক্ত করা হয়েছে। p তারের ব্যাস 2mm এবং s তারের ব্যাস 1mm. p এবং Q এর তড়িৎ প্রবাহের অনুপাত কত?
(ক) 1 : 4
(খ) 1 : 2
(গ) 2 : 1
(ঘ) 4 : 1
২৫। 5 kg ভরের একটি রাইফেল হতে 20 গ্রাম ভরের একটি বুলেট 1000 m/s গতিতে ছুটে যায়। পিছন দিকে রাইফেলের ধাক্কার বেগ কত?
(ক) 4 m/s
(খ) 4000 m/s
(গ) 400 m/s
(ঘ) 40 m/s
২৬। একটি পাথরকে স্থির অবস্থায় একটি উচু দালান থেকে ছেড়ে দেওয়া হল। ভূমিতে পৌছাতে পাথরটির 4s এর বেশি সময় লাগে।বাতাসের ঘর্ষণ ক্ষুদ্র হলে পাথরটির প্রথম 4s সময়ে পতনের দৃরতৃ এবং প্রথম 2s সময়ে পতনের দূরতের অনুপাত কত?
(ক) 1 : 4
(খ) 4 : 1
(গ) 1 : 2
(ঘ) 2 : 1
২৭। চিত্রে একটি বর্তনীতে সমান্তরাল সন্নিবেশে সংযুক্ত তিনটি রোধ দেখানো হয়েছে। ব্যাটারির তড়িৎ–চালক শক্তি 12V এবং অভ্যন্তরীণ রোধ নগন্য । আ্যামিটারের পাঠ 3.2 A হলে, X এর রোধ কত?
(ক) 2.1 Ω
(খ) 4.6 Ω
(গ) 6.0 Ω
(ঘ) 15 Ω
২৮। একটি বস্তুকে অনুভূমির সাথে ৩০ ডিগ্রী কোণে নিক্ষেপ করা হল। পরবর্তীতে একই বস্ত্তুকে একই আদি দ্রুতিতে অনুভূমির সাথে ৪০ ডিগ্রী কোণে নিক্ষেপ করা হল । নিচের কোনটি সত্য নয় ?
(ক) অনুভূমিক পাল্লা বৃদ্ধি পেল
(খ) বেগের অনুভূমিক উপাংশ বৃদ্ধি পেল
(গ) সর্বোচ্চ উচ্চতা বৃদ্ধি পেল
(ঘ) বস্তুটির উড্ডয়নকাল বৃদ্ধি পেল
২৯। স্থির অবস্থায় থাকা একটি বস্তু বিস্ফোরণের ফলে M1 ও M2 ভরের দুটি খন্ডে বিভক্ত হয় এবং খন্ড বিপরীত দিকে যথক্রমে V1 ও V2 বেগ প্রাপ্ত হয়। V1 ও V2 এর অনুপাত কত হবে–
(ক) M1/M2
(খ) M2/M1
(গ) (M1/M2)1/2
(ঘ) (M2/M1)1/2
৩০। m ভরের একটি বস্ত্র r ব্যাসার্ধের বৃত্তাকার পথে সমদ্রুতিতে চলছে। বৃত্তাকার গতির পর্যায়কাল T. বস্ত্রটির উপর কেন্দ্রমুখী বলের মান কত?
(ক) 4π2mr/T2
(খ) 4π2mr/T
(গ) 4πmr2/T2
(ঘ) mrπ2
৩১। নিচের কোন কোয়ান্টাম সেটটি পরমাণুর একটি ইলেন্ট্রনের জন্য সম্ভব নয়?
(ক) n=2, I=1, m=0, s=+1/2
(খ) n=3, I=1, m=2, s=-1/2
(গ) n=1, I=0, m=0, s=-1/2
(ঘ) n=2, I=0, m=0, s=+1/2
৩৩। 10.085 অক্সিজেনে অণুর সংখ্যা কত?
(ক) 3.76×1021
(খ) 6.02×1022
(গ) 9.63×1023
(ঘ) 1.88×1023
৩৪। নিচে কোনটির ব্যাসার্ধ সবচেয়ে কম?
(ক) 9F-
(খ) 10Ne
(গ) 11 Na+
(ঘ) 12Mg2+
৩৫। কোন যৌগটি সবচেয়ে কম তাপমাত্রায় বিয়োজিত হবে?
(ক) Na2CO
(খ) K2CO3
(গ) MgCO3
(ঘ) BaCO3
৩৬। কোন যৌগটির আকৃতি ত্রিকোণাকার সমতলীয়?
(ক) BCI3
(খ) H2O–
(গ) BrF5
(ঘ) PH3
৩৭। 300K তাপমাত্রায় N2 অণুর গতি কত?
(ক) 450 m/s
(খ) 5/6 m/s
(গ) 400 m/s
(ঘ) 600 m/s
৩৮। গ্রিগনার্ড বিকারক হলো–
(ক) CH3ONa
(খ) R’BaCl
(গ) RMgX
(ঘ) R’ CaX
৩৯। ইথানলকে 170℃ তাপমাত্রায় অতিরিক্ত গাঢ় সালফিউরিক এসিড দ্বারা বিক্রিয়া করালে কী উৎপন্ন হয়?
(ক) C2H5HSO4
(খ) 2H4SO4
(গ) CH2 =CH2
(ঘ) CH3CHO
৪১। ম্যাগনেসিয়াম ফসফেটের সংকেত হলো–
(ক) Mg2(PO4)3
(খ) MgPO4
(গ) Mg2(PO4)2
(ঘ) Mg3(PO4)2
৪২। বিক্রিয়াটি ডিসপ্রোপরশন বিক্রিয়া?
(ক) H2S+Cl2à 2HCl+S
(খ) CuSO4 + NH4OH à Cu(OH)2 + (NH4)SO4
(গ) Fe+dil. H2SO4 àFeSO4+H2
(ঘ) Cl2NaOH à NaOCI+ NaCl+H2O
৪৩। 18.5% N2O4 25℃ তাপমাত্রায় এবং 1 atm চাপে বিয়োজিত হলে Kp এর মান কত?
(ক) 0.142atm
(খ) 0.18S5atm
(গ) 0.220atm
(ঘ) 0.125atm
৪৪। নিচে মিশ্রণসমূহ থেকে বাফার দ্রবণটি শনাক্ত কর–
(ক) 0.2M10mL.CH3COOH + 0.2M10mL NaOH
(খ) 0.2M10mLCH3COOH + 0.1M10mL NaOH
(গ) 0.1M10mL.CH3COOH + 0.2M10mL NaOH
(ঘ) 0.2M10mL HCl + 0.1M10mL NaOH
৪৫। কোন যৌগটি Fehling দ্রবণের সাথে বিক্রিয়া করে লাল অধঃক্ষেপ দেয়? .
(ক) RCH2X
(খ) (CH2)2CO
(গ) RCH2OH
(ঘ) RCH2CHO
৪৬। একটি CH3CN অণুতে σ এবং π বন্ধনের সংখ্যা যথাক্রমে
(ক) 5 and 2
(খ) 4 and 3
(গ) 5 and 3
(ঘ) 4 and 2
৪৭। IUPAC এর নামকরন অনুসারে CH3-CH(C2H2)CH-CHBr-CHCI-CH3 এর নাম হলো–
(ক) 2-chloro-3bromo-5-ethyl hexane
(খ) 2-chloro-3bromo-5-methyl heptane
(গ) 3bromo-2-chloro-5-ethy! hexane
(ঘ) 3bromo-2-chloro-5-methyl heptane
৪৮। কোনটি সবচেয়ে স্থিতিশীল কার্বো–ক্যাটায়ন?
(ক) CH3+
(খ) CH3)2C+H
(গ) H2C+ —CH3
(ঘ) (CH3)3C+
৫০। আারোমেটিক প্রতিস্থাপন বিক্রিয়ায় নিচের কোন গ্রুপটি মেটা নির্দেশক?
(ক) -NO2
(খ) -OH
(গ) -Cl
(ঘ) -CH3
৫১। সোডা আ্যাশ শিল্পক্ষেত্রে কোন পদ্ধতিতে তৈরি করা হয়?
(ক) Bessemer process
(খ) Chamber process
(গ) Solvay process
(ঘ) Haber process
৫২। Fe(OH)3, Cu(OH)2,Zn(OH)2 , Co(OH)2 অধঃক্ষেপ সমুহের রং ক্রম হল–
(ক) brown, pink, white and blue
(খ) brown, blue, white and pink
(গ) pink, white, brown and blue
(ঘ) brown, white, blue and pink
৫৩। নিচের কোনটি অসত্য?
(ক) NH4+ is the conjugate acid of base NH3
(ক) NH3 and H2O are conjugate pair
(গ) OH– is the conjugate base of acid H2O
(ঘ) OH– and H2O are conjugate pair
৫৪। কোন যৌগটি জলীয় দ্রবণে সবচেয়ে সহজে হাইড্রো–বিশ্লেষিত হয়?
(ক) CCl4
(খ) SnCl2
(গ) SiCl4
(ঘ) PbCl4
৫৫। কোন যৌগটিতে সঞ্চালন অক্ষম π ইলেকট্রন আছে?
(ক) C2H6
(খ) C6H6
(গ) C3H8
(ঘ) C2H4
৫৬। Sr, Tc, Zr, Rb জন পরমাণুর ব্যাসার্ধের ক্রম হলো–
(ক) Rb>Sr>Zr>Tc
(খ) Tc>Sr>Rb>Zr
(গ) Sr >Tc>Zr>Rb
(ঘ) Zr>Tc>Rb>Sr
৫৭। কোন বিক্রিয়াটি প্রশমন এনথালপি ঐহবঁঃৎ প্রকাশ করে?
(ক) H2SO4(aq) + Ca(OH)2 (aq) — CaSO4(aq) + 2H2O(l)
(খ) H2SO4(aq) + 2NH3 (aq) — (NH4)2SO4 (aq)
(গ) HCl(aq) + 1/2 Ca(OH)2 (aq) > 1/2CaCl2 (aq) +H2 0(l)
(ঘ) 2HCl (aq) + Ca(OH)2 (aq) > CaCl2 (aq) + 2H2O(l)
৫৮। Zn2+, Zn , Ag+, Ag তড়িৎদ্বার দুটির বিজারণ বিভব যথাক্রমে -0.76V এবং +0.806V. এই তড়িত্দার দুটি দ্বারা তৈরি কাষের মোট বিভব কত হবে?
(ক) ) -0.04V
(খ) +1.56V
(গ) +0.04V
(ঘ) -1.56V
৫৯। বোল্টজম্যান ধ্রুবকের একক হলো–
(ক) J/molecule
(খ) J.s
(গ) J/K
(ঘ) g/cc
৬০। Sn(s)+2Ag+(aq)à Sn2+(aq)+2Ag(s)
বিক্রিয়াটির ক্ষেত্রে নিম্মের কোনটি কোষের Voltage বৃদ্ধি করবে?
(ক) increase in the size of silver rod
(খ) increase in the concentration of Sn2+ions
(গ) increase in the concentration of Ag+ ions
(ঘ) increase in the size of tin rod
৬১। বাষ্ট তন্ত্র কোনটি?
(ক) পাট তন্তু
(খ) কার্পাস তুলা
(গ) শিমুল তুলা
(ঘ) কয়ের
৬২। মানুষের বক্ষদেশীয় কশেরুকা কয়টি?
(ক) ৭
(খ) ১২
(গ) ১০
(ঘ) ১৫
৬৩। কোনটি ommatidium এর অংশ নয়?
(ক) rhabdosome
(খ) retinal sheath
(গ) retinal cell
(ঘ) ocellus
৬৪। গোদরোগ সৃষ্টিকারী পরজীবির নাম–
(ক) Entamoeba histolytica
(খ) Wuchereria bancrofti
(গ) Ades fatigans
(ঘ) Culex quinquefasiaty
৬৫। Liliopsida বলতে কি বুঝায়?
(ক) একবীজপত্রী উদ্ভিদ
(খ) দ্বিবীজপত্রী উদ্ভিদ
(গ) লিলিয়েসী গোত্র
(ঘ) লিলিয়েসী বর্গ
৬৬। আরশোলার পেরিট্রফিক পর্দা থাকে কোন স্থানে?
(ক) ক্রপ
(খ) গিজার্ড
(গ) হেপাটিক সিকাম
(ঘ) মেসেনটেরন
৬৭। F1 জনুর উদ্ভিদকে প্রচ্ছন্ন প্যারেন্টের সাথে ক্রস করাকে বলা হয়–
(ক) ব্যাক ক্রস
(খ) টেস্ট ক্রস
(গ) মনোহাইব্রিড ক্রস
(ঘ) ডাইহাইব্রিড ক্রস
৬৮। মানুষের দেহে কোনটি টেস্টোস্টেরন তৈরি করে?
(ক) স্কোটাম
(খ) ইন্টারস্টিশিয়াল কোষ
(গ) ইপিডিডাইমিস
(ঘ) স্পারমাটোগোনিয়া
৬৯। ক্রেব্স চক্রে কতটি NADPH2 তৈরি হয়?
(ক) ১
(খ) ২
(গ) ৩
(ঘ) ৪
৭০। কোরালয়েড মূল কোথায় পাওয়া যায়?
(ক) Cycas
(খ) Ficus
(গ) Hibiscus
(ঘ) Daucus
৭১। ইনসুলিন নিঃসরণকারী গ্রন্থির নাম হলো–
(ক) যকৃত
(খ) অগ্ন্যাশয়
(গ) প্লীহা
(ঘ) আইলেটস্ অব ল্যাঙ্গারহ্যান্স
৭২। কোনটি “ব্লু মোন্ড”?
(ক) Penicillium
(খ) Saprolegnia
(গ) Agaricus
(ঘ) Helminthosponum
৭৩। অস্থি যে আবরণ দ্বারা আবৃত থাকে তাকে বলে
(ক) পেরিটোনিয়াম
(খ) পেরিঅস্টিয়াম
(গ) পেরিকার্ডিয়াম
(ঘ) পেরিকন্ড্রিয়াম
৭৪। ঝিনুকের খোলকের সবচেয়ে ভিতরের স্তরের নাম হলো
(ক) ন্যাকার স্তর
(খ) প্রিজম্যাটিক স্তর
(গ) পেরিওস্ট্রাকাম
(ঘ) ম্যান্টল
৭৫। নিউক্লিয়াসের প্রথম বর্ণনা করেন–
(ক) রবার্ট ব্রাউন
(খ) অ্যারিস্টোটল
(গ) লুই পাস্তুর
(ঘ) আলেকজান্ডার ফ্লেমিং
৭৬। ফুসফুসিয় ধমনী বহন করে–
(ক) oxygenated blood
(খ) deoxygenated blood
(গ) pure blood
(ঘ) venous blood
৭৭। ককলিয়া হলো–
(ক) দৃষ্টির সাথে সংশিষ্ট অঙ্গ
(খ) শ্রবণের সাথে সংশ্লিষ্ট অঙ্গ
(গ) ঘ্রাণের সাথে সংশ্লিষ্ট অঙ্গ
(ঘ) খাদ্য চর্বণের সাথে সংশ্ল্ষ্টি অঙ্গ
৭৮। কোনটি কেবলমাত্র বাংলাদেশে পাওয়া যায়?
(ক) Knema bengalensis
(খ) Tactaria chattagramica
(গ) Artocarpus heterophyllus
(ঘ) Ficus benghalensis
৭৯। Diversity and classification of flowering plants বইটির লেখক কে?
(ক) Carolus Linnacus
(খ) George Bentham
(গ) Theophrastus
(ঘ) Armen Takhtajan
৮০। কোনটিতে প্লাসমিড নেই?
(ক) E. coli
(খ) A. tumefacicns
(গ) Yeast
(ঘ) Chlorella
৮১। মানুষের RBC এর গড় আয়ুষ্কাল হচ্ছে–
(ক) 96 days
(খ) 120 days
(গ) 28 days
(ঘ) 62 days
৮২। কোনটি সায়ানোব্যাকটেরিয়া নয়?
(ক) Nostoc
(খ) Anabaena
(গ) Aulosira
(ঘ) Clostridium
৮৩। সপ্তম করোটিক স্নায়ুকে বলা হয়–
(ক) ভেগাস
(খ) ট্রকলিয়ার
(গ) ফ্যাসিয়াল
(ঘ) অপটিক
৮৪। কোনটিকে হিল বিক্রিয়া বলা হয়?
(ক) CO2 ‡_‡K O2 wbM©gb
(খ) H2O ‡_‡K O2 wbM©gb
(গ) C6H12O6 ‡_‡K O2 wbM©gb
(ঘ) C6H12 ‡_‡K O2 wbM©gb
৮৫। ইলেটারের কাজ কী?
(ক) খাদ্য তৈরী করা
(খ) খাদ্য সঞ্চয় করা
(গ) স্পোর নির্গমনে সাহায্য করা
(ঘ) বংশ বিস্তারে অংশ গ্রহণ করা
৮৬। কোনটি ফার্ন পাতার নাম?
(ক) Stomium
(খ) Fronds
(গ) Prothallus
(ঘ) Scale leave
৮৭। মেসোগ্লিয়া পাওয়া যায় কোন প্রাণীতে?
(ক) মানুষ
(খ) আরশোলা
(গ) হাইড্রা
(ঘ) মাছ
৮৮। T2 ব্যাকটেরিওফাযে কয়টি জীন থাকে?
(ক) ৫০
(খ) ১৪৫
(গ) ১৫৫
(ঘ) ১৬০
৮৯। ওয়ালেসের লাইন হলো একটি কাল্পনিক সীমারেখা যা—-এবং—-অঞ্চলের মধ্যে অবস্থিত?
(ক) ওরিয়েন্টাল, বাংলাদেশ
(খ) ইউরোপ, এশিয়া
(গ) বাংলাদেশ, ভারত
(ঘ) কোরিয়া, জাপান
৯০। কোনটি জাইলেম টিস্যুর অংশ নয় ?
(ক) সীভনল
(খ) ট্রাকিড
(গ) ট্রাকিয়া
(ঘ) উড ফাইবার
৯১। ‘পাঞ্জেরী’ কবিতায় যাত্রীরা কোথায় বসে অপেক্ষা করে?
(ক) তীরে
(খ) মাস্তলে
(গ) বন্দরে
(ঘ) দাঁড়ে
৯২। কোনটি শুদ্ধ বানান?
(ক) স্বায়ত্ত্বশাসন
(খ) সায়ত্ত্বশাসন
(গ) স্বায়ত্তশাসন
(ঘ) স্বায়ত্ত্বশাষণ
৯৩। ‘বিলাসী’গল্পে উনিশ শতকের যে সমাজ–সংস্কারকের কথা আছে তার নাম–
(ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(খ) রামমোহন রায়
(গ) অক্ষয়কুমার দত্ত
(ঘ) ভুদেব মুখোপাধ্যায়
৯৪। সন্ধিঘটিত কোন শব্দটি শুদ্ধ?
(ক) বৃহদংশ
(খ) জাত্যাভিমান
(গ) আদ্যান্ত
(ঘ) শিরোচ্ছেদ
৯৫। ‘তাম্রশাসন’ মানে–
(ক) স্বৈরশাসন
(খ) কালো আইন
(গ) তামার পাতে খোদাই করা আদেশ
(ঘ) একজন
৯৬। দেহের বয়স অনুযায়ী মনের বয়স না বাড়লে তাকে বলে–
(ক) শারীরিক প্রতিবন্ধী
(খ) মনোবিকারগ্রস্ত
(গ) মানসিক রোগী
(ঘ) বুদ্ধিপ্রতিবন্ধী
৯৭। কোন শব্দটি শুদ্ধ?
(ক) সমীক্ষণ
(খ) সমীচীন
(গ) শিরচ্ছেদ
(ঘ) ভাস্কর
৯৮। ‘মাতৃহৃদয়ে পক্ষপাতিতা নাই।’ বাক্যটি কোন রচনার অন্তর্গত?
(ক) অর্ধাঙ্গী
(খ) যৌবনের গান
(গ) বিলাসী
(ঘ) কমলাকান্তের দপ্তর
৯৯। বাংলা ব্যঞ্জনবর্ণের প্রতিবর্গের পঞ্চম বর্ণের ধ্বনিটি–
(ক) ঘোষধ্বনি
(খ) অঘোষধ্বনি
(গ) মহাপ্রাণধ্বনি
(ঘ) নাসিক্যধ্বনি
১০০। ‘যেমন কর্ম তেমন ফল’– এ বাক্যে ব্যবহৃত হয়েছে–
(ক) নির্ধারক বিশেষণ
(খ) ক্রিয়া বিশেষণ
(গ) সাপেক্ষ সর্বনাম
(ঘ) বিশেষণের বিশেষণ
১০১। প্রমথ চৌধুরী সম্পাদিত ‘সবুজপত্র’ পত্রিকা কত সালে প্রথম প্রকাশিত হয়?
(ক) ১৯১৩
(খ) ১৯১৪
(গ) ১৯১৫
(ঘ) ১৯১৭
১০২। ‘উর্ণাজাল’ শব্দের অর্থ–
(ক) দোপাট্টা
(খ) কুজ্বটিকা
(গ) মাকড়সার তৈরি জাল
(ঘ) মাছধরার নিক্ষেপযোগ্য জাল
১০৩। পাঠ্য কোন কবিতায় ‘বাতাবি নেবু’র উল্লেখ আছে–
(ক) তাহারেই পড়ে মনে
(খ) বাংলাদেশ
(গ) একটি ফটোগ্রাফ
(ঘ) কবর
১০৪। একাধিক স্বাধীন বাক্যেকে একটি বাক্যে লিখলে সেগুলোর মাঝখানে কী চিহ্ন ব্যবহৃত হয়?
(ক) কোলন
(খ) ড্যাশ
(গ) সেমিকোলন
(ঘ) কমা
১০৫। ‘আমাদের দলে কোন দলপতি নাই।’– কাহাদের দলে?
(ক) কবিদের
(খ) তরুণদের
(গ) সাধকদের
(ঘ) বক্তাদের
১০৬। ‘The situation has come to a head’- এর অর্থ–
(ক) পরিস্থিতির উন্নতি ঘটেছে
(খ) পরিস্থিতি সবচেয়ে ভাল অবস্থায় এসে দাঁড়িয়েছে
(গ) পরিস্থিতির অবনতি ঘটেছে
(ঘ) পরিস্থিতি চরম অবস্থায় পৌছেছে
১০৭। ‘মশুক’ শব্দের অর্থ
(ক) মুগুধারী
(খ) ভেক
(গ) কুয়ো
(ঘ) মিষ্টিজাতীয় দ্রব্য
১০৮। কোনটি শামসুর রহমানের কাব্যগ্রন্থ নয়?
(ক) দুঃসময়ের মুখোমুখি
(খ) উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ
(গ) নিজ বাসভূমে
(ঘ) একক সন্ধ্যায় বসন্ত
১০৯। কোন শব্দটি উপসর্গযোগে গঠিত?
(ক) অবরেণ্য
(খ) তরুণ
(গ) পরীক্ষা
(ঘ) কলুষ
১১০। ‘সাহচর্য’ শব্দটি গঠিত হয়েছে–
(ক) প্রত্যয়যোগে
(খ) ধাতুযোগে
(গ) সন্ধিযোগে
(ঘ) সমাসযোগ
১১১। ‘নিরাকার’ শব্দের শুদ্ধ সন্ধিবিচ্ছেদ কোনটি?
(ক) নি+আকার
(খ) নিঃ+ আকার
(গ) নির+আকার
(ঘ) নিরঃ+কার
১১২। ‘কর্বূর’ শব্দের অর্থ–
(ক) রাক্ষস
(খ) গন্ধদ্রব্যবিশেষ
(গ) রাসায়নিক পদার্থ
(ঘ) করণীয়
১১৩। ‘তুষারধবল’ কোন সমাসের উদাহরণ?
(ক) সাধারণ কর্মধারয়
(খ) উপমান কর্মধারয়
(গ) উপমতি কর্মধারয়
(ঘ) মধ্যপদলোপী কর্মধারয়
১১৪। ণ–ত্ব বিধি অনুসারে কোন গুচ্ছ অশুদ্ধ বানানের দৃষ্টান্ত?
(ক) ধরন, বরণ
(খ) বর্ননা, পুরোনো
(গ) নেত্রকোনা, পরগনা
(ঘ) রূপায়ণ, প্রণয়ন
১১৫। ‘সমভিব্যাহার’ শব্দটি মোট কয়টি উপসর্গ আছে?
(ক) ২
(খ) ৩
(গ) ১
(ঘ) ৪
১১৬। ‘কাব্য জগতে যার নাম আনন্দ তারই নাম–বেদনা’– বাক্যটি আছে যে রচনায়–
(ক) বিলাসী
(খ) হৈমন্তী
(গ) সাহিত্যে খেলা
(ঘ) যৌবনের গান
১১৭। কার মেছোয়াক কারা দাঁত বাল্ব– এর আলোয় ঝক্ঝক্ করে?
(ক) মোদাব্বেরের
(খ) মকসুদের
(গ) ইউনুসের
(ঘ) রাহাতের
১১৮। ‘Lyric’ শব্দের বাংলা পরিভাষা–
(ক) গান
(খ) সুর
(গ) কথা
(ঘ) গীতিকবিতা
১১৯। ‘Vertical’ শব্দের বাংলা পরিভাষা–
(ক) অনুভূমিক
(খ) উচ্চতা
(গ) উল্লম্ব
(ঘ) দেয়াল
১২০। ‘পিপাসিত’ শব্দের বিশেষ্যরূপে–
(ক) পিপাসী
(খ) পিপাসু
(গ) পিপাসা
(ঘ) পিয়াসী
121। The synonym of ‘embellish’ is
(ক) adorn
(খ) shock
(গ) impoverish
(ঘ) destroy
122। The verb of ‘beauty’ is
(ক) beautician
(খ) beautify
(গ) beautiful
(ঘ) beautification
123। The idiom ‘let things slide’ means
(ক) ignore
(খ) lose gradually
(গ) reveal a secret
(ঘ) set free
124। Choose the correct spelling.
(ক) indegenus
(খ) indiginous
(গ) indigenous
(ঘ) indigeneous
125। Why is the poet so sad to see the daffodils in “The Daffodils”?
(ক) The poet is sad because the flowers have not bloomed fully
(খ) The poet is sad because winter will soon arrive
(গ) The poet is sad because the flowers remind him of his own death
(ঘ) The poet is sad because flowers bring very hot weather
126। The correct translation of Ôiweevi nB‡Z e„wó nB‡ZwQjÕ:
(ক) It was raining from Sunday
(খ) It has been raining from Sunday
(গ) It had been raining since Sunday
(ঘ) It rained since Sunday
127। The word ‘constraint’ means
(ক) freedom
(খ) limitation
(গ) plentiful
(ঘ) endless
128। The expression “to look after” means
(ক) to take care
(খ) to follow
(গ) to imitate
(ঘ) to gaze
129। The antonym of ‘stubborn’ is
(ক) agreeable
(খ) obstinate
(গ) difficult
(ঘ) irritable
130। What is the meaning of the experssion “bottom of my hear”?
(ক) close to my heart
(খ) core of my heart
(গ) lower part of my heart
(ঘ) close to my liver
131। The word ‘desperation’ is a/an
(ক) adjective
(খ) verb
(গ) adverb
(ঘ) noun
132। Why were the daffodils in wordsworth’s ‘I wandered lonely as a cloud’ dancing?
(ক) The poet was day dreaming
(খ) The flowers had cheerful company
(গ) The sea waves beside them had gone wild
(ঘ) There was a strong wind
133। I’d like—–information, please.
(ক) an
(খ) some
(গ) few
(ঘ) piece
134। Yoga is—-a good exercise for—–breathing.
(ক) taken, controlling
(খ) treated, considerable
(গ) not, slowly
(ঘ) considered controlling
135। A man—–by a speeding bus while he was crossing the road.
(ক) was run over
(খ) was run down
(গ) had been run
(ঘ) has been run over
136। He—-prefers—–speak very little.
(ক) doesn’t, to
(খ) himself, to
(গ) himself, for
(ঘ) does, for
137। It—–heavily when he—–up.
(ক) had snowed, woke
(খ) snows, wake
(গ) was snowing, woke
(ঘ) is snowing, wakes
138। Misuse of—–energy has—–destruction.
(ক) solar, shown
(খ) renewable, increase
(গ) nuclear, cause
(ঘ) atomic, wreaked
139। There is—–milk in the bottle
(ক) very few
(খ) any
(গ) very little
(ঘ) many
140। I have—-him to give—–smoking.
(ক) said, up
(খ) talked, for
(গ) told, up
(ঘ) told, in
141। The groom arrivede at the community centre exactly—-time.
(ক) in
(খ) for
(গ) by
(ঘ) on
142। He hates—-kept—–.
(ক) to be, waiting
(খ) being kept, wait
(গ) to be, to wait
(ঘ) to, waiting
143। Choose the correct sentence.
(ক) It is you who is to pay
(খ) It is you who are to leave
(গ) It is you who is late
(ঘ) It is you who has won the prize
144। Choose the correct sentence.
(ক) He suspicioned that something was wrong
(খ) He suspicious that something is wrong
(গ) He suspected that something was wrong
(ঘ) He suspect that something is wrong
145। Choose the correct sentence.
(ক) The jury are arguing among themselves
(খ) The jury is arguing among themselves
(গ) The jury has argued among themselves
(ঘ) The jury has been arguing among themselves
146। ‘Cats are nocturnal animals’ means-
(ক) cats have predatory eyesight
(খ) cats are sensitive to smell
(গ) cats hunt during daytime
(ঘ) cats are active at night
147। A group of lions is called ‘pride of lions’, what is a group of dogs called?
(ক) a pack of dogs
(খ) a colony of dogs
(গ) a flock of dogs
(ঘ) a cluster of dogs
148। ‘retractile claws’ in the passage means-
(ক) claws that are extra sharp
(খ) claws that can change shape
(গ) claws that can move inwards
(ঘ) claws that are sensitive to feelings
149। Cats are carnivorous, but human beings are
(ক) herbivorous
(খ) omnivorous
(গ) farinaceous
(ঘ) cadaverous
150। The synonym of ‘prowl’ is
(ক) dive
(খ) chase
(গ) prance
(ঘ) stalk
উত্তরঃ ১গ ২গ ৩খ ৪গ ৫ক ৬খ ৭ঘ ৮গ ৯ঘ ১০গ ১১ঘ ১২গ ১৩ক ১৪ক ১৫ঘ ১৬ঘ ১৭গ ১৮ক ১৯খ ২০ক ২১গ ২২ঘ ২৩খ ২৪ঘ ২৫ক ২৬খ ২৭ঘ ২৮খ ২৯খ ৩০ক ৩১খ ৩২গ ৩৩ঘ ৩৪ঘ ৩৫গ ৩৬ক ৩৭খ ৩৮গ ৩৯গ ৪০খ ৪১ঘ ৪২ঘ ৪৩ক ৪৪খ ৪৫ঘ ৪৬ক ৪৭ঘ ৪৮ঘ ৪৯গ ৫০ক ৫১গ ৫২খ ৫৩খ ৫৪গ ৫৫ঘ ৫৬ক ৫৭গ ৫৮খ ৫৯গ ৬০গ ৬১ক ৬২খ ৬৩ঘ ৬৪খ ৬৫ক ৬৬ঘ ৬৭খ ৬৮খ ৬৯গ ৭০ক ৭১ঘ ৭২ক ৭৩খ ৭৪ক ৭৫ক ৭৬খ ৭৭খ ৭৮ক ৭৯ঘ ৮০গ ৮১ক ৮২ঘ ৮৩গ ৮৪খ ৮৫গ ৮৬খ ৮৭গ ৮৮ক ৮৯ক ৯০ক ৯১গ ৯২গ ৯৩ঘ ৯৪খ ৯৫গ ৯৬ঘ ৯৭খ ৯৮ক ৯৯ঘ ১০০গ ১০১খ ১০২গ ১০৩ক ১০৪গ ১০৫খ ১০৬ঘ ১০৭খ ১০৮ঘ ১০৯ক ১১০ক ১১১খ ১১২ক ১১৩খ ১১৪খ ১১৫খ ১১৬গ ১১৭ক ১১৮ঘ ১১৯গ ১২০গ ১২১ক ১২২খ ১২৩ক ১২৪গ ১২৫গ ১২৬গ ১২৭খ ১২৮ক ১২৯খ ১৩০খ ১৩১ঘ ১৩২ঘ ১৩৩খ ১৩৪ঘ ১৩৫ক ১৩৬খ ১৩৭গ ১৩৮ঘ ১৩৯গ ১৪০গ ১৪১ঘ ১৪২ক ১৪৩খ ১৪৪গ ১৪৫ক ১৪৬ঘ ১৪৭ক ১৪৮গ ১৪৯খ ১৫০ঘ