১। এদের অন্তঃকঙ্কাল অস্থি নির্মিত। তাই দেহকাঠামো উন্নত গঠনের।
২। দেহ গ্যানয়েড বা কসময়েড আঁইশ দ্বারা আবৃত। ইহা বহিঃকঙ্কাল হিসেবে কাজ করে।
৩। দেহে মাংসাল খন্ডক বিশিষ্ট যুগ্ন পাখনা থাকে যা চলাচলের জন্য উপযুক্ত।
৪। এদের পুচ্ছ পাখনা ডাইফিসার্কাল প্রকৃতির। ইহা চলন অঙ্গ হিসেবে কাজ করে।
৫। এদের চোয়ালের দাঁত থাকে। দাঁত গুলো এনামেল দ্বারা আবৃত থাকে
৬। দেহে বায়ু থলী বা পটকা বিদ্যমান। এতে বায়ু জমা থাকে এবং মাছকে ভেসে থাকতে এবং শ^সনে সাহায্য করে।
৭। এরা একলিঙ্গ প্রাণী এবং বহিঃনিষেক বা অন্তঃনিষেক ঘটে