গ্রিক শব্দ actis অর্থ rays বা রশ্মি, pteryx অর্থ fin বা পাখনা নিয়ে Actinopterygii শব্দটি গঠিত। Actinopterygii এর অর্থ হলো রশ্মিযুক্ত পাখনা। রশ্মিময় পাখনাবিশিষ্ট মাছ Actinopterygii নামে পরিচিত। জীবিত মাছের প্রায় ৯৬% এই শ্রেণীর অন্তর্ভুক্ত। এরা ১০ মিমি থেকে ৪ মিটার লম্বা এবং ১৫০০ কেজি ওজনের হয়। এদের প্রজাতির সংখ্যা ৩১,০৪৫। বাংলাদেশের মিঠা পানিতে এই শ্রেণীর ১২টি বর্গ, ৪৮টি গোত্র এবং ২৫৩টি প্রজাতি শনাক্ত করা হয়েছে।