যে যৌগিক পাতায় পত্রকগুলো পত্রাক্ষ বা র্যাকিসের শীর্ষে যুক্ত থাকে তাকে করতলাকার যৌগিক পাতা বা Palmate compound leaf বলে। করতলাকার যৌগিক পাতা বিভিন্ন ধরনের হতে পারে।
(i) একফলক যৌগিক পত্রঃ যে যৌগিক পাতায় পত্রাক্ষ বা র্যাকিসের শীর্ষে একটি মাত্র পত্রক থাকে তাকে একফলক যৌগিক পাতা বা Unifoliate leaf বলে। যেমন- লেবু।
(ii) দ্বি-ফলক যৌগিক পত্রঃ যে যৌগিক পাতায় পত্রাক্ষ বা র্যাকিসের শীর্ষে দুইটি পত্রক থাকে তাকে দ্বি-ফলক যৌগিক পাতা বা Bifoliate leaf বলে। যেমন- হিঙ্গন।
(iii) ত্রিফলক যৌগিক পত্রঃ যে যৌগিক পাতায় পত্রাক্ষ বা র্যাকিসের শীর্ষে তিনটি পত্রক থাকে তাকে ত্রিফলক যৌগিক পাতা বা Trifoliate leaf বলে। যেমন- আমরুল।
(iv) চতুঃফলক যৌগিক পত্রঃ যে যৌগিক পাতায় পত্রাক্ষ বা র্যাকিসের শীর্ষে চারটি পত্রক থাকে তাকে চতুঃফলক যৌগিক পাতা বা Quadrifoliate leaf বলে। যেমন- শুশনি।
(v) বহুফলক যৌগিক পত্র ঃ যে যৌগিক পাতায় পত্রাক্ষ বা র্যাকিসের শীর্ষে পাঁচ বা ততোধিক পত্রক থাকে তাকে বহুফলক যৌগিক পাতা বা Multifoliate leaf বলে। যেমন- শিমুল।