সরল পাতা (Simple leaf)ঃ যে পাতায় একটি পত্রফলক থাকে তাকে সরল পাতা বা একক পাতা বা simple leaf বলে। সরল পাতা বা একক পাতা তিন প্রকার।
১। অখন্ডিত পাতাঃ যে সরল পাতার পত্রফলক খন্ডবিহীন তাকে অখন্ডিত পাতা বলে। যেমন- আম।
২। কর্তিত পাতাঃ যে সরল পাতার পত্রফলকের প্রান্ত সামান্য খন্ডিত তাকে কর্তিত পাতা বলে।
৩। খন্ডিত পাতাঃ যে সরল পাতার পত্রফলক অধিক খন্ডিত তাকে খন্ডিত পাতা বলে।
যৌগিক পাতাঃ যে পাতায় একাধিক পত্রক বা পিনা থাকে তাকে যৌগিক পাতা বা পড়সঢ়ড়ঁহফ ষবধভ বলে। যেমন- সজিনা, লজ্জাবতি, গোলাপ, কামিনি, নিম, কৃঞ্চচুড়া, রাধাচুড়া, ধৈঞ্চা প্রভৃতি। যৌগিক পাতা দুই প্রকার। পক্ষল যৌগিক পাতা এবং করতলাকার যৌগিক পাতা।
১। পক্ষল যৌগিক পাতা (Compound leaf)ঃ যে যৌগিক পাতায় পত্রকগুলো পত্রাক্ষ বা র্যাকিসের উভয় পাশে যুক্ত থাকে তাকে পক্ষল যৌগিক পাতা বা pinnate compound leaf বলে। বিভিন্ন ধরনের পক্ষল যৌগিক পাতা হলো-
(i) এক পক্ষল যৌগিক পাতাঃ যে যৌগিক পাতার র্যাকিস অশাখ বা শাখাবিহীন তাকে এক পক্ষল যৌগিক পাতা unipinnate compound leaf বলে। এক পক্ষল যৌগিক পাতা দুই ধরনের। এগুলো হলো-
অচুড় পক্ষল যৌগিক পত্রঃ যৌগিক পাতার র্যাকিসের চুড়ায় কোন পত্রক না থাকলে তাকে অচুড় পক্ষল যৌগিক পাতা বলে। যেমন- বাঁদর লাঠি।
সচুড় পক্ষল যৌগিক পত্রঃ যৌগিক পাতার র্যাকিসের চুড়ায় পত্রক থাকলে তাকে সচুড় পক্ষল যৌগিক বলে। যেমন- গোলাপ।
(ii) দ্বিপক্ষল যৌগিক পত্রঃ যে যৌগিক পাতার র্যাকিস থেকে শাখা বের হয় এবং শাখার উভয় পাশে পত্রকগুলো সাজানো থাকে তাকে দ্বিপক্ষল যৌগিক পাতা বা Bipinnate compound leaf বলে। যেমন- কৃঞ্চচুড়া ও লজ্জাবতী।
(iii) ত্রিপক্ষল যৌগিক পত্রঃ যে যৌগিক পাতার র্যাকিসের শাখা থেকে প্রশাখা বের হয় এবং প্রশাখার উভয় পাশে পত্রকগুলো সাজানো থাকে তাকে ত্রিপক্ষল যৌগিক পাতা বা Tripinnate compound leaf বলে। যেমন- সজিনা।
(iv) অতি যৌগিক পত্রঃ যে সব যৌগিক পাতা তিন এর অধিক বার খন্ডিত হয়ে বিচিত্র খন্ডযুক্ত হয় তাকে অতি যৌগিক পত্র বা decompound বলে। যেমন- ধনে পাতা।
২। করতলাকার যৌগিক পাতাঃ যে যৌগিক পাতায় পত্রকগুলো পত্রাক্ষ বা র্যাকিসের শীর্ষে যুক্ত থাকে তাকে করতলাকার যৌগিক পাতা বা Palmate compound leaf বলে। করতলাকার যৌগিক পাতা বিভিন্ন ধরনের হতে পারে।
(i) একফলক যৌগিক পত্রঃ যে যৌগিক পাতায় পত্রাক্ষ বা র্যাকিসের শীর্ষে একটি মাত্র পত্রক থাকে তাকে একফলক যৌগিক পাতা বা Unifoliate leaf বলে। যেমন- লেবু।
(ii) দ্বি-ফলক যৌগিক পত্রঃ যে যৌগিক পাতায় পত্রাক্ষ বা র্যাকিসের শীর্ষে দুইটি পত্রক থাকে তাকে দ্বি-ফলক যৌগিক পাতা বা Bifoliate leaf বলে। যেমন- হিঙ্গন।
(iii) ত্রিফলক যৌগিক পত্রঃ যে যৌগিক পাতায় পত্রাক্ষ বা র্যাকিসের শীর্ষে তিনটি পত্রক থাকে তাকে ত্রিফলক যৌগিক পাতা বা Trifoliate leaf বলে। যেমন- আমরুল।
(iv) চতুঃফলক যৌগিক পত্রঃ যে যৌগিক পাতায় পত্রাক্ষ বা র্যাকিসের শীর্ষে চারটি পত্রক থাকে তাকে চতুঃফলক যৌগিক পাতা বা Quadrifoliate leaf বলে। যেমন- শুশনি।
(v) বহুফলক যৌগিক পত্র ঃ যে যৌগিক পাতায় পত্রাক্ষ বা র্যাকিসের শীর্ষে পাঁচ বা ততোধিক পত্রক থাকে তাকে বহুফলক যৌগিক পাতা বা Multifoliate leaf বলে। যেমন- শিমুল।