১। এদের অন্তঃকঙ্কাল অস্থি নির্মিত।
২। দেহ সাইক্লয়েড, টিনয়েড ও গ্যানয়েড আঁইশ দ্বারা আবৃত। কোন কোন মাছে আঁইশ থাকে না। যেমন- শিং, মাগুর ইত্যাদি।
৩। দেহের সকল পাখনা অস্থিময় এবং ত্বকীয় রশ্মি যুক্ত (লেপিডোট্রাকিয়া)।
৪। এদের ফুলকা কানকো দ্বারা আবৃত।
৫। পুচ্ছ পাখনা হোমোসার্কাল ধরনের। অর্থাৎ পুচ্ছ পাখনা দুইটি সমান অংশে বিভক্ত।
৬। এদের মুখছিদ্র অগ্রপ্রান্তে অবস্থিত।
৭। এদের মস্তিষ্ক সেরেবেলাম, অপটিক লোব ও সেরেব্রাম দ্বারা গঠিত।
৮। দেহে ১০ জোড়া করোটিক স্নায়ু থাকে।
৯। চার জোড়া ফুলকা নিয়ে শ^সন অঙ্গ গঠিত। মাথার দু’পাশে একটি করে ফুলকারন্ধ্র থাকে।
১০। দেহে বায়ুথলী বিদ্যমান।
১১। পটকার সাহায্যে এরা শ্বসন চালায় এবং ভেসে থাকে।
১২। এদের হৃৎপিন্ড দুই প্রকোষ্ঠবিশিষ্ট এবং ভেনাস হার্ট নামে পরিচিত।
১৩। এরা একলিঙ্গিক প্রাণী। বহিঃনিষেক ঘটে। প্রত্যক্ষ বাপরোক্ষ পরিস্ফুটন দেখা যায়।
[বৈশিষ্ট্য মনে রাখার প্রধান শব্দঃ অন্তঃকঙ্কাল, সাইক্লয়েড, টিনয়েড, গ্যানয়েড, ত্বকীয় রশ্মি, কানকো, হোমোসার্কাল, মুখছিদ্র, মস্তিষ্ক, করোটিক স্নায়ু, ফুলকা, বায়ুথলী, হৃৎপিন্ড]