সার্কোপটেরাইজিয়াই কী ।। Sarcopterygii ।। ড. সিদ্দিক পাবলিকেশন্স

গ্রিক শব্দ sarkos অর্থ flesh বা মাংসল এবং pteryx অর্থ fin বা পাখনা নিয়ে Sarcopterygii শব্দটি গঠিত। পিন্ডাকার পাখনাবিশিষ্ট মাছ সার্কোপটেরাইজিয়াই শ্রেণীর অন্তর্ভুক্ত। এদের যুগ্ন পাখনাগুলো মাংসল তাই এরা লোব ফিনড নামে পরিচিত। এরা লাংফিশ এবং সিলাকান্থ নামে পরিচিত। লাংফিশ আফ্রিকা, দক্ষিণ আমেরিকা এবং অস্ট্রেলিয়ায় বিস্তৃত। সিলাকান্থ ভারত মহাসাগর এবং ইন্দোনেশিয়ার উপকূলে বিস্তৃত। বিজ্ঞানীদের ধারণা, এই শ্রেণীর মাছ থেকে চতুষ্পদী স্থলচর হিসেবে উভচর গোষ্ঠীর আবির্ভাব ঘটেছে। বর্তমানে এদের ৮টি প্রজাতির মাছ জীবিত আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *