Bangla

১। জীবের জীবন বৈচিত্র্যময়তাকে সংক্ষেপে বলা হয়-

(ক) পরিবেশ

(খ) জীববৈচিত্র্য

(গ) আচরণ

(ঘ) জীবনময়তা

 

২। কোন নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিবেশে বসবাসকারী সকল জীবের মধ্যে যে পার্থক্য বা বিভিন্নতা দেখা যায় তাকে বলে-

(i) অভিযোজন

(ii) জীববৈচিত্র্য

(iii) বায়োডাইভারসিটি

(ক) i ও ii

(খ) i ও iii

(গ) ii ও iii

(ঘ) i, ii ও iii

 

৩। কোন বিজ্ঞানী সর্বপ্রথম জীববৈচিত্র্য শব্দটি ব্যবহার করেন-

(ক) Walter G. Rosen

(খ)  Walter A Romar

(গ)  Walter G. Glomar

(ঘ) Walter F Bitny

 

৪। Walter G. Rosen  কত সালে জীববৈচিত্র্য শব্দটি ব্যবহার করেন-

(ক) ১৯৬৬

(খ) ১৯৭৬

(গ) ১৯৮৬

(ঘ) ১৯৯৬

৫। কোন কারণে একটি প্রজাতির সকল সদস্য অন্য প্রজাতি থেকে  আলাদা-

(i) জিনগত কোড

(ii) জিনগত কারণ

(iii) গঠনগত কারণ

(ক) i ও ii

(খ) i ও iii

(গ) ii ও iii

(ঘ) i, ii ও iii

 

৬। জীববৈচিত্র্য কত প্রকার ?

(ক) ২

(খ) ৩

(গ) ৪

(ঘ) ৫

 

৭। জীববৈচিত্র্য গুলো হলো-

(i) জিনগত বৈচিত্র্য

(ii) পরিবেশগত বৈচিত্র্য

(iii)  প্রজাতিগত বৈচিত্র্য

(ক) i ও ii

(খ) i ও iii

(গ) ii ও iii

(ঘ) i, ii ও iii

 

৮। একই প্রজাতির সদস্যের মধ্যে যে জিনগত পার্থক্য বা বিভিন্নতা দেখা যায় তাকে বলা হয়-

(i) জিনগত বৈচিত্র্য

(ii) প্রজনন বৈচিত্র্য

(iii) বংশগত জীববৈচিত্র্য

(ক) i ও ii

(খ) i ও iii

(গ) ii ও iii

(ঘ) i, ii ও iii

 

৯। জিনগত বৈচিত্র্যকে বলা হয়-

(i) অন্তঃপ্রজাতিক

(ii) intraspesific

(iii) আন্তঃপ্রজাতিক

(ক) i ও ii

(খ) i ও iii

(গ) ii ও iii

(ঘ) i, ii ও iii

 

১০। প্রজাতির জিনগত বৈচিত্র্য বেশি হলে কোন  ক্ষমতা বেশি হয়-

(ক) অভিযোজন

(খ) প্রজনন

(গ) আধিপত্য

(ঘ) সংগ্রাম

 

১১। কোন প্রজাতির সকল সদস্যদের মধ্যে একই ধরণের জিন বেশি থাকলে তাকে বলা হয়-

(ক) বেশি জিনগত বৈচিত্র্য

(খ) জিন অর্ডার

(গ) কম জিনগত বৈচিত্র্য

(ঘ) জিন ডিসঅর্ডার

 

১২। জিন রোগের প্রতি সংবেদনশীল হলে তা কিভাবে সঞ্চারিত  হয়-

(ক) কাজের মাধ্যমে

(খ) প্রতিদিন

(গ) প্রকাশের মাধ্যমে

(ঘ) বংশ পরস্পরায়

 

১৩। একই প্রজাতির হওয়া সত্ত্বেও কোনটির কারণে আকার, আকৃতি, গায়ের রং ও চুলের বর্ণ অনেক পার্থক্য দেখা যায়-

(ক) পরিবেশগত

(খ) জিনগত

(গ) প্রজাতিগত

(ঘ) খাদ্যের প্রভাব

 

১৪। দুই বা ততোধিক প্রজাতির প্রাণীদের মধ্যে যে পার্থক্য বা বিভিন্নতা দেখা যায় তাকে বলা হয়-

(i) Specific

(ii) প্রজাতিগত বৈচিত্র্য

(iii) ইকোসিস্টেম বৈচিত্র্য

(ক) i ও ii

(খ) i ও iii

(গ) ii ও iii

(ঘ) i, ii ও iii

 

১৫। প্রজাতিগত বৈচিত্র্যকে বলা হয়-

(i) আন্তঃপ্রজাতিক

(ii) অন্তঃপ্রজাতিক

(iii) interspesific

(ক) i ও ii

(খ) i ও iii

(গ) ii ও iii

(ঘ) i, ii ও iii

 

১৬। যে অঞ্চলে প্রজাতি বৈচিত্র্য বেশি সে অঞ্চল কোনটি হিসেবে পরিচিত ?

(ক) হটস্পট

(খ) নৈসর্গিক

(গ) রিসোর্ট

(ঘ) পার্ক

 

১৭। যে অঞ্চলে পুষ্টি উপাদান ও আবহাওয়া অনুকূল সে অঞ্চলে কোন ধরণের বৈচিত্র্য বেশি?

(ক) জিনগত বৈচিত্র্য

(খ) পরিবেশগত বৈচিত্র্য

(গ) আচরণগত বৈচিত্র্য

(ঘ) প্রজাতি বৈচিত্র্য

 

১৮। কোন অঞ্চলে প্রজাতি বৈচিত্র্যতা সবচেয়ে বেশি-

(ক) শীত অঞ্চল

(খ) নাতিশিতোঞ্চ অঞ্চল

(গ) গ্রীষ্মমন্ডলীয় অঞ্চল

(ঘ) মৌসুমি অঞ্চল

 

১৯। বিভিন্ন ধরনের জীবের মধ্যে যে পরিবেশ বা বাস্তুসংস্থানিক পার্থক্য বা বিভিন্নতা দেখা যায় তাকে বলা হয়-

(i) জিনগত

(ii)  Ecosystem

(iii) পরিবেশগত বৈচিত্র্যতা

(ক) i ও ii

(খ) i ও iii

(গ) ii ও iii

(ঘ) i, ii ও iii

 

২০। প্রাকৃতিক পরিবেশের ভৌত, জৈব ও রাসায়নিক উপাদানের পরিবর্তন ঘটলে কোন ধরণের বৈচিত্র্যের উদ্ভব ঘটে-

(ক) প্রকরণ

(খ) মিউটেশন

(গ) বিবর্তন

(ঘ) বাস্তুতাস্ত্রিক বৈচিত্র্য

 

২১। পরিবেশগত বৈচিত্র্যতা হলো-

(i) মরু বায়োম

(ii) বনভুমির বায়োম

(iii) পুকুর

(ক) i ও ii

(খ) i ও iii

(গ) ii ও iii

(ঘ) i, ii ও iii

 

২২। পরিবেশগত বৈচিত্র্য হলো-

(i) তৃণভুমির বায়োম

(ii) তুন্দ্রা বায়োম

(iii) জলাভূমি

(ক) i ও ii

(খ) i ও iii

(গ) ii ও iii

(ঘ) i, ii ও iii

 

২৩। যে সব প্রজাতি সম্পর্কে বৈজ্ঞানিক কোন উপাত্ত নাই তাদেরকে বলা হয়-

(ক) উপাত্ত স্বল্পতা

(খ) উপাত্ত রেড

(গ) উপাত্ত গ্রীন

(ঘ) উপাত্ত ব্ল‍ু

 

২৪। উপাত্ত স্বল্পতা প্রাণী হলো-

(ক) গুই সাপ

(খ) টিকটিকি

(গ) গুইল্যা ট্যাংরা

(ঘ) রক্ত চোষা

 

২৫। পৃথিবীর জীববৈচিত্র্য সমৃদ্ধ অঞ্চল গুলোকে বলা হয়-

(ক) সাফারী পার্ক

(খ) হটস্পট

(গ) ইকোপার্ক

(ঘ) নৈসর্গিক স্থান

 

২৬। পৃথিবীর বিখ্যাত হটস্পট হলো-

(ক)  ইন্দো-বার্মা

(খ) নেপাল-ভূটান

(গ) বাংলা-ভারত

(ঘ) বাংলা-বার্মা

 

২৭। বাংলাদেশের হটস্পট হলো-

(i) সিলেট

(ii) চট্রগ্রাম

(iii) পার্বত্য চট্রগ্রাম

(ক) i ও ii

(খ) i ও iii

(গ) ii ও iii

(ঘ) i, ii ও iii

 

২৮। চট্রগ্রাম ও পার্বত্য চট্রগ্রাম কোন হটস্পট এর অন্তর্গত-

(ক) সিলং-জাফলং

(খ) ইন্দো-বার্মা

(গ) ইন্দোচীন

(ঘ) ইন্দো-মালয়

 

২৯। দৈহিক দিক থেকে সর্বাধিক মিল সম্পন্ন এক দল জীব গোষ্ঠিকে বলা হয়-

(i) গোষ্ঠি

(ii) প্রজাতি

(iii) Species

(ক) i ও ii

(খ) i ও iii

(গ) ii ও iii

(ঘ) i, ii ও iii

 

৩০। সর্বপ্রথম Species শব্দটি ব্যবহার করেন-

(ক) John Ray

(খ)  John Hay

(গ) John Nary

(ঘ)  John Cuvia

 

৩১। John Ray  কত সালে Species শব্দটি ব্যবহার করেন-

(ক) ১৬৬৬

(খ) ১৬৭৬

(গ)   ১৬৮৬

(ঘ) ১৬৯৬

 

৩২। প্রজাতির সংজ্ঞা প্রদান করেন-

(ক) Earnst Safiayr

(খ)  Earnst Mayr

(গ)  Earnst Hope

(ঘ)  Earnst Nayr

 

৩৩। প্রজাতির বৈশিষ্ট্য হলো-

(i) স্বতন্ত্র

(ii) জিন ভান্ডার

(iii) অভিযোজক্ষম

(ক) i ও ii

(খ) i ও iii

(গ) ii ও iii

(ঘ) i, ii ও iii

 

৩৪। প্রজাতির বৈশিষ্ট্য হলো-

(i) জিনের বিনিময় ঘটায়

(ii) নতুন প্রজাতি সৃষ্টির ক্ষমতা আছে

(iii) বৈশিষ্ট্যে সর্বাধিক মিল সম্পন্ন

(ক) i ও ii

(খ) i ও iii

(গ) ii ও iii

(ঘ) i, ii ও iii

 

৩৫। কোনটি নিজেদের মধ্যে যৌন মিলনে উর্বর সন্তান উৎপাদনে সক্ষম-

(ক) গোষ্ঠি

(খ) প্রজাতি

(গ) উপপ্রজাতি

(ঘ) উর্বর জাতি

 

৩৬। একটি প্রজাতির বিভিন্ন সদস্যদের মধ্যে অঙ্গসংস্থানিক  পার্থক্য দেখা গেলে সে সব সদস্যকে বলা হয়-

(ক) উপপ্রজাতি

(খ) প্রজাতি

(গ) ভিন্নদেশী

(ঘ) স্বগোত্র

 

৩৭। উপপ্রজাতি হলো-

(i) খইয়া গোখরা- Naja naja naja

(ii) কাউডা ডং- Cauda naja naja

(iii) পদ্ম গোখরা- Naja naja kauthia

(ক) i ও ii

(খ) i ও iii

(গ) ii ও iii

(ঘ) i, ii ও iii

 

৩৮। উপপ্রজাতি হলো-

(i) উকুন- Pediculus humanus humanus

(ii) আফ্রিকান সিংহ- Panthera leo leo

(iii) চার্চিল বো-  Charcil boe boe

(ক) i ও ii

(খ) i ও iii

(গ) ii ও iii

(ঘ) i, ii ও iii

 

৩৯। প্রাণীবিজ্ঞানের জনক হলো-

(ক) ক্যারোলাস লিনিয়াস

(খ) রবার্ট হুক

(গ) অ্যারিস্টটল

(ঘ) লিউয়েন হুক

 

৪০। অ্যারিস্টটল প্রাণীদেরকে কোন দুইটি ভাগে বিভক্ত করেন-

(i)  Enaima

(ii) Inaima

(iii) Anaima

(ক) i ও ii

(খ) i ও iii

(গ) ii ও iii

(ঘ) i, ii ও iii

 

৪১। প্রজননের উপর ভিত্তি করে Enaima-কে কোন দুইটি ভাগে বিভক্ত করা হয়-

(i) জাত ভিত্তিক

(ii)  ডিম্বজ

(iii) জরায়ুজ

(ক) i ও ii

(খ) i ও iii

(গ) ii ও iii

(ঘ) i, ii ও iii

 

৪২। আজ পর্যন্ত কত মিলিয়ন প্রাণী প্রজাতি সনাক্ত করা হয়েছে ?

(ক) ১.৩

(খ) ১.৬

(গ) ১.৭

(ঘ) ১.৯

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Dr. Abu Bakkar Siddiq